পত্রদূত রিপোর্ট: বহিরাগতদের এনে নৌকার পক্ষে ব্যালট কেটে ভোট জালিয়াতির মধ্য দিয়ে শেষ হয়েছে সাতক্ষীরার কলারোয়া পৌর নির্বাচন। ভোট গ্রহন শুরুর কয়েক ঘন্টার মধ্যে ভোট জালিয়াতি, কেন্দ্র থেকে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের সব এজেন্টকে বের করে দিয়ে মারধর করা, বিএনপি প্রার্থীকে লাঞ্ছিত করাসহ নানা অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষনা দেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী শরিফুজ্জামান তুহিন ও নার্গিস সুলতানা।
পুলিশ বিএনপি প্রার্থী তুহিনকে গলাধাক্কা দিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়। গোপীনাথপুর কেন্দ্রে ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাম্যান পলাশকে কলার ধরে টেনে বের করে আনে পুলিশ। প্রিক্যাডেট স্কুল কেন্দ্রে অনলাইন পত্রিকা সমাজের আলোর সাংবাদিক ইয়ারব হোসেনকে পুলিশ লাঞ্ছিত করে। নয়টি কেন্দ্রের সবক’টি থেকে নৌকা ছাড়া অন্য সব প্রার্থীর এজেন্টদের গালিগালাজ এমনকি মারধর করে বের করে দেয় পুলিশ। আগে তেকে ৮০০ করে ব্যালট কেটে নেওয়ায় মুরারীকাটি ও তুলসীডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর একটার সময় যেয়ে ব্যালট না পেয়ে অনেককে শুধু আঙুলে কালি লাগিয়ে বাড়ি ফিরতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে নৌকা প্রার্থী ও ওয়ার্ড ওয়ানুয়ারি সংরক্ষিত মহিলা প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীর ভোট আগে থেকে কেটে নিয়ে প্যানেল হিসেবে ছাপ মারার। ভোটে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ থাকলেও প্রিসাইডিং অফিসার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারকে নীরব থাকতে দেখা যায়। দুপুরে ভোট জালিয়াতির অভিযোগ এনে আসাদ খান, মোজাহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম নামের তিন সাধারণ কাউন্সিলর প্রার্থী ভোট বর্জন করেন।
শীতের আড়ষ্টতা ও কুয়াশার চাদর ভেদ করে উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যাও বাড়তে থাকে। তবে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে এমন খবর জানার পর ভোটাররা হতাশ হয়ে ফিরে যান। এদিকে পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের চাপের মুখে ভোটের মাঠ থেকে শুক্রবার সরে দাঁড়ান স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী। তাকে সরে দাঁড়াতে বাধ্য করতে তার সমর্থক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারীরা বৃহস্পতিবার রাতে তুলে নিয়ে যাবার পর থেকে তিনি শনিবার বিকাল পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
তবে কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস বলেন, ভোটে ছোট খাটো অনিয়মের অভিযোগ উঠলেও লিখিত অভিযোগ না পাওয়া যায়নি।
The post এজেন্টদের তাড়িয়ে কলারোয়ায় পুলিশের সহায়তায় ভোট দিলেন বহিরাগতরা, দুই মেয়রসহ ৫ প্রার্থীর বর্জন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ow4UUz
No comments:
Post a Comment