Sunday, January 31, 2021

জলবায়ু পরিবর্তন জনিত লবনাক্ততা মোকাবেলায় প্রকল্প অবহিতকরণ কর্মশালা https://ift.tt/eA8V8J

উপকুলীয় জনগোষ্ঠীর, বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তন জনিত লবনাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরন প্রকল্প অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। বাংলাদেশ সরকার ও গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর যৌথ আয়োজনে রোববার দুপুরে শহরের তুফান কনভেনশন সেন্টারে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিন বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব ড. এহিউদ্দীন আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার জামানুর রহমান, জাতিনংঘ উন্নয়ন কর্মসুচির (ইউএনডিপির) সহকারী আবাসিক প্রতিনিধি খুরশিদ আলম প্রমুখ।

অনুষ্ঠান থেকে জানানো হয়, খুলনা ও সাতক্ষীরা জেলার ৫টি উপজেলার ৩৯ টি ইউনিয়নের নির্ধারিত ১০১টি ওয়ার্ডে বিপদাপন্ন জনগোষ্ঠীর জলবায়ু সহনশীল জীবিকা এবং পানীয় জলের সমাধানের জন্য ৫ বছর যাবত এ প্রকল্পের কাজ চলবে।

The post জলবায়ু পরিবর্তন জনিত লবনাক্ততা মোকাবেলায় প্রকল্প অবহিতকরণ কর্মশালা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3j6ue2G

No comments:

Post a Comment