Saturday, January 30, 2021

পাইকগাছা পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মেয়র নির্বাচিত হলেন সেলিম জাহাঙ্গীর https://ift.tt/eA8V8J

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): পাইকগাছা পৌরসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন সেলিম জাহাঙ্গীর। পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসন কঠোর অবস্থানের জন্য কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মেয়র পদে সেলিম জাহাঙ্গীর নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ৩৬৫ ভোট পেয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাস্তে প্রতীকের প্রশান্ত কুমার মন্ডল ১ হাজার ৬২৩ ভোট পেয়েছে। সংরক্ষিত মহিলা কাউন্সিলর হলেন যারা- ১, ২, ৩ ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাবেক কাউনন্সিলর রাফেজা খানম। ৪, ৫, ৬ ওয়ার্ডে টানা তৃতীয় বারের মতো সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন কবিতা রানী দাশ। ৭, ৮, ৯ ওয়ার্ডে টানা তৃতীয় বারের মতো সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আসমা আহম্মেদ। ৯টি ওয়ার্ডে সাধারণ কাউনন্সিলর নির্বাচিত হয়েছেন যারা- ১নং ওয়ার্ডে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন গাজী (বিনা প্রতিদ্বন্দ্বীতায়), ২ নং ওয়ার্ডে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন অহেদ আলী গাজী, ৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আব্দুল গফ্ফার মোড়ল, ৪ নং ওয়ার্ডে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন এসএম তৈয়েবুর রহমান, ৫ নং ওয়ার্ডে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন রবি শংকর মন্ডল, ৬ নং ওয়ার্ডে টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, ৭নং ওয়ার্ডে চতুর্থ বারের মতো নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান রনজু, ৮ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ইমরান সরদার এবং ৯ নং ওয়ার্ডে তৃতীয় বারের মতো এসএম এমদাদুল হক বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

The post পাইকগাছা পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মেয়র নির্বাচিত হলেন সেলিম জাহাঙ্গীর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2L9nqVq

No comments:

Post a Comment