যশোরের কেশবপুরে আসন্ন পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে এপর্যন্ত ৫৬ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। এর মধ্যে মেয়র পদে ২ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জন সহ মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, বৃৃহস্পতিবার বিকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীরা এসব মনোনয়নপত্র ক্রয় করেছে। যা আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মেয়র পদে মনোনয়ন পত্র ক্রয় করেছেন বর্তমান মেয়র রফিকুল ইসলাম ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস।
১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে রাশিদা খাতুন, মঞ্জুয়ারা বেগম, মেহেরুননেছা ও খাদিজা খাতুন, ৪,৫,৬ নং সংরক্ষিত ওয়ার্ডে শাহানা কবীর, মুক্তি বিশ্বাস, আছিয়া বেগম ও মমতাজ বেগম। ৭,৮,৯ নং সংরক্ষিত ওয়ার্ডে মনিরা খানম, রিক্তা বেগম, আসমা বেগম, তহমিনা বেগম ও জাহানারা খানম মনোনয়পত্র ক্রয় করেছেন। এছাড়া ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে শেখ আতিয়ার রহমান, লিটন গাজী ও সোহেল হাসান।
২নং ওয়ার্ডে মশিয়ার রহমান, আবু শাহীন, হাবিবুর রহমান ও তরিকুল ইসলাম। ৩নং ওয়ার্ডে জামাল উদ্দীন, জি এম কবীর, শেখ কামরুজ্জামান, নাছির উদ্দীন, মনিরুজ্জামান, দবির উদ্দীন, মশিয়ার রহমান, মোরশেদ আলী ও আজিবার মোড়ল। ৪নং ওয়ার্ডে আফজাল হোসেন, কুতুব উদ্দীন বিশ্বাস, জাহাঙ্গীর আলম, সৈয়দ আকমল আলী।
৫নং ওয়ার্ডে বি এম শহিদুজ্জামান শহিদ, মেহেদী হাসান ও ইকরামুল হোসেন। ৬নং ওয়ার্ডে জাকির হোসেন, মনোয়ার হোসেন ও আনিসুর রহমান। ৭নং ওয়ার্ডে মদন সাহা অপু, শাহারিয়ার রায়হান, কামাল খান, মানিক লাল সাহা, ওয়াজেদ খান ডবলু, আক্তারুজ্জামান ও আব্দুস সালাম খান। ৮নং ওয়ার্ডে মফিজুর রহমান খান, আব্দুল হালিম মোড়ল, খন্দকার মফিজুল ইসলাম, শেখ আমিনুল ইসলাম, সেলিম খান ও মিজানুর রহমান। ৯নং ওয়ার্ডে এবাদাত সিদ্দিক বিপুল ও আবুল কালাম আজাদসহ মোট ৫৬ জন মনোনয়পত্র সংগ্রহ করেছেন।
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর):
The post কেশবপুর পৌরভায় মেয়র ও কাউন্সিলর পদে ৫৬ জন মনোনয়নপত্র সংগ্রহ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3adLZsK
No comments:
Post a Comment