Saturday, January 30, 2021

পরম বন্ধু গাছ https://ift.tt/eA8V8J

তাসকিনুর রহমান
গাছ আমাদের সবার বন্ধু,
গাছ আমাদের প্রাণ।
গাছের জন্যই বেঁচে আছে
আমাদের জান।

আমাদের দেয় কত কিছু।
আমাদের দেয় খাবার।
আরো দেয় অক্সিজেন,
বেঁচে আছি আমরা সবাই।

গাছে থাকে কতকিছু,
থাকে শত পাখি।
গাছ আমাদের পরম বন্ধু,
নাইকো কিছু বাকি।

The post পরম বন্ধু গাছ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39tJBim

No comments:

Post a Comment