Wednesday, October 7, 2020

হারবে ধর্ষক জিতবে দেশ ধর্ষণমুক্ত বাংলাদেশ স্লোগানে বিভিন্নস্থানে মানববন্ধন (ভিডিও) https://ift.tt/30HRCLF

হারবে ধর্ষক, জিতবে দেশ, ধর্ষণমুক্ত বাংলাদেশ” এই স্লোগানে নোয়াখালীসহ দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্ব্বোচ শাস্তির দাবিতে বিভিন্নস্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচি থেকে সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ ইভটিজিং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিভিন্ন নারী সংগঠনসহ সর্বস্তরের মানুষ সোচ্চার হয়ে উঠেছে।

আজ বুধবার সকাল ১০ টায় শ্যামনগর জলবায়ু পরিষদের উদ্যোগে নকশি কাঁথা, প্রগতি ও স্থানীয় নারী সংগঠনের নিজস্ব উদ্যোগে পদযাতায় সামিল হয়ে ধর্ষণ, নারীর নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে এবং এর সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবীতে শ্যামনগরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও শপথ বাক্য পাঠ শেষে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নকশিকাঁথা’র পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, সিএসআরএল এর ফিল্ড কর্মকর্তা পীযূষ বাউলিয়া পিন্টু’র সঞ্চালনায় উক্ত মানববন্ধনে ধর্ষকদের কঠোর শাস্তির দাবী জানিয়ে শপথ বাক্য পাঠ করেন শ্যামনগর জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান শাহানা হামিদ। মানববন্ধন অনুষ্ঠিত বিভিন্ন স্কুল, কলেজ ছাত্র-ছাত্রী নকশিকাঁথা ও জলবায়ু সদস্য ও ভলেন্টিয়ার্স অংশগ্রহণ করে।


মানবাধিকার কল্যাণ ট্রাস্ট শার্শা: বুধবার দুপুরে যশোরের শার্শা উপজেলার নাভারণ ফজিলাতুননেছা মহিলা কলেজ মোড়ে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট শার্শা শাথার উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট শার্শা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এসময় মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সরদার আসিফ-উদ-দৌলা অলোক, মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার শেলী, যশোর জেলা সেবক সংগঠনের সভাপতি মতিয়ার রহমান,

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভপতি শ্রী বৈদ্যনাথ দাস, উপজেলা রিপোটার ক্লাবের সম্পাদক এম এ রহিম, শেলি, মানবাধিকার হেল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজানসহ নবীবনগর মিতালী যুব সংঘ, বাঁকড়া স্বপ্নচূড়া সংগঠন ও নাভারণ ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী, নাভারণ ফজিলাতুননেছা মহিলা কলেজের প্রভাষক রফিকুল ইসলাম বুলিসহ উপজেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা।


শহিদ আলাউদ্দিন চত্বরে মানববন্ধন: জেলা আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক এড. ওসমান গণির সভাপতিত্বে শহিদ আলাউদ্দিন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফফান রোজ বাবু, সাধারণ সম্পাদক শামিমা পারভীন রতœা, নাগরিক আন্দোলন মঞ্চের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান পলাশ, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, শেখ রাসেল শিশুকিশোর পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন, প্রথম আলো বন্ধু সভার সভাপতি জাহিদা জাহান মৌ প্রমুখ।

The post হারবে ধর্ষক জিতবে দেশ ধর্ষণমুক্ত বাংলাদেশ স্লোগানে বিভিন্নস্থানে মানববন্ধন (ভিডিও) appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36LX841

No comments:

Post a Comment