Sunday, October 25, 2020

বিভিন্ন ব্যক্তির পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় https://ift.tt/3mqiAjh

পত্রদূত ডেস্ক: শারদীয় দুর্গোৎসবে আনন্দের ঢেউ জেলাজুড়ে। উৎসবের এ মাহেন্দ্রক্ষণে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর এখানে উপস্থাপন করা হলো।

 

ধানদিয়া: ধানদিয়া ইউনিয়নে গাজী হামিজউদ্দীনের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন। মহা নবমীতে তিনি ইউনিয়নের মানিকহার, আলিপুর, ঝড়গাছা, দৌলতপুর, নালকুড়ির বাজার সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজন ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।


সরুলিয়া: পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নে রাফেজা বেগমের পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. রাফেজা বেগম।

 

দেবহাটা: দেবহাটায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। রবিবার মহা নবমীতে সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন, মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও ব্যক্তিগতভাবে নগদ অর্থ প্রদান করেন। এছাড়া দেবহাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজামন্ডপ পরিদর্শন করেন কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, অর্থ সম্পাদক রমজান মোড়ল, দপ্তর সম্পাদক আবীর হোসেন লিয়ন, ক্রীয়া ও সাং¯কৃতিক সম্পাদক আশরাফুল আলম বাদল, সদস্য এস.এম মজনুর রহমান, আক্তার হোসেন ও মনজুর কাদির প্রমুখ। পরিদর্শন করে জানা যায়, উপজেলার প্রত্যেকটি পূজা মন্ডপে প্রশাসনের হস্তক্ষেপে শান্তিপূর্ন ভাবে পূজা উৎযাপন অনুষ্ঠিত হচ্ছে।

 

দেবহাটা থানা: দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা গত কয়েকদিন যাবৎ উপজেলার ২১টি দূর্গাপূজা মন্দির সার্বক্ষণিক পরিদর্শন করছেন। রবিবার সকালে ওসি বিপ্লব কুমার সাহা উপজেলার বিভিন্ন পরিদর্শন করেন। এছাড়া কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুল হকের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা জানান ভক্তদের।
খলিষখালি: মহানবমীতে তালার বিভিন্নপুজা মন্ডপ পরিদর্শন করেন ড. এমএম ওয়াছেল উদ্দীন বাবু। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়ার আইনজীবি ড. এমএম ওয়াছেল উদ্দীন বাবু তালা উপজেলার খলিষভালী, মাগুরা, তালা সদর, কুমিরা, সরুলিয়ার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

 

ঝাউডাঙ্গা: ঝাউডাঙ্গায় পুজামন্ডপ পরিদর্শন করেন শ্মশান ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয়দেব কুমার ঘোষ। তিনি ১৬টি মন্ডপে ৪৮ হাজার টাকা অনুদান প্রদান করেন।
দেবহাটা উপজেলা প্রশাসন: দেবহাটার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। রবিবার বিকালে উপজেলা বহেরা সার্বজনীন পূজামন্ডপ, সুবর্ণাবাদ সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, সন্যাস খোলা দূর্গা পূজা মন্ডপ, উত্তর পারুলিয়া দূর্গা পূজা মন্ডপ, দক্ষিণ পারুলিয়া জেলেপাড়া দূর্গা পূজামন্ডপ, সখিপুর পালপাড়া দূর্গা পূজামন্ডপ, গাজীরহাট দূর্গা পূজামন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় দেবহাটা উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষসহ বিভিন্ন পূজামন্ডপের নেতারা উপস্থিত ছিলেন।

 

 

তালার খেশরা: রবিবার তালা উপজেলার খেশরা ইউনিয়নের সকল পূজা ম-প পরিদর্শন করেন খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শেখ কামরুল ইসলাম লাল্টু।

এদিন বিকালে শতাধিক সমর্থকসহ গাড়ি বহর নিয়ে ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে শুরু করে কুলপোতা, সোনাবাঁধাল, বিশ্বাসের চক, কলাগাছি, তেঘরিয়া, বালিয়া, দরমুড়াগাছা, খেশরা, শাহজাতপুর, মুড়াগাছা এবং হরিহরনগরের সকল পূজা ম-প পারদর্শন করেন তিনি।

The post বিভিন্ন ব্যক্তির পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kwToqX

No comments:

Post a Comment