Tuesday, October 6, 2020

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: ‘শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা শাখার আয়োজনে নিজস্ব মিলনায়তনে শিশু দিবস ও শিশু সপ্তাহের উদ্বোধন করা হয়। শিশু একাডেমী পরিচালনা পর্ষদের সদস্য শেখ ফারুকুজ্জামান ডেভিডের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজামান বাবু।

অফিস ইনচার্জ রফিকুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষক দীপক কুমার মৃধা, জাকির হোসেন, নয়ন কুমার, নাসির উদ্দিন, সুজন কুন্ডু প্রমূখ।
আগামী ১১ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ এর সমাপনী অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি আসাদুজ্জামান বাবু বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। শিশুদেরকে চার দেয়ালের মাঝে আটকে না রেখে তাদেরকে খোলা ময়দানে খেলার সুযোগ করে দিতে হবে। বর্তমান সরকার শিশু বান্ধব সরকার। সব সময় শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তাদের মানসিক বিকাশ ঘটানো সম্ভব। এজন্য পিতামাতার ভূমিকা সবচেয়ে বেশি থাকা জরুরি।
তিনি আরও বলেন বর্তমান সরকারের যত অর্জন কিছু দুষ্কৃতিকারীদের দ্বারা ম্লান হতে বসেছে। এদের থেকে আমাদের সাবধান হতে হবে। বর্তমানে সারা দেশে যে হারে নারী ও শিশু নির্যাতন বেড়েছে তা সত্যিই দু:খজনক। এসকল নির্যাতন থেকে আমাদের মা বোনদের বাঁচাতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

The post বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/30Haz17

No comments:

Post a Comment