আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীয়া শিক্ষক আব্দুল গফুর(৭২) আর নেই। সোমবার বেলা ১২ টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক মরহুম আব্দুল গফুর একজন ক্রীড়ানুরাগী,সদালাপী, হাস্যজ্জল ও সুন্দর মনের মানুষ ছিলেন। আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীয়া শিক্ষক থাকা কালীন সময়ে তিনি সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
আশাশুনিতে খেলাধুলার মান বৃদ্ধির জন্য তিনি সবসময় লেখাপড়ার পাশাপাশি ছাত্রদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতেন। তিনি আশাশুনিতে অসংখ্য ক্রীড়াবিদ তৈরি করে গেছেন। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় আশাশুনি ইদগাহ ময়দানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুরের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মহিতুর রহমান।
আব্দুস সামাদ বাচ্চু,আশাশুনি সংবাদদাতাঃ
The post আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল গফুর আর নেই appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2TpwpCf
No comments:
Post a Comment