Tuesday, October 6, 2020

তালায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত https://ift.tt/eA8V8J

তালা প্রতিনিধি: নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন-এই স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে ৬ অক্টোবর সকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার ও ইউনিসেফ এর সহযোগিতায় উপ-শহরে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মো. মফিজ উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার, তালা থানার এসআই মদন মোহন অধিকারী এবং ইউনিসেফ প্রতিনিধি শ্রাবণী আক্তার প্রমুখ।

The post তালায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jx9UGW

No comments:

Post a Comment