নোয়াখালীতে গৃহবধূকে নির্যাত ও সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণসহ অপরাধ সংঘটনের দায় এড়াতে পারে না সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাই বলে আমরা প্রশ্রয় দিচ্ছে, তাও না। প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করা হচ্ছে।
সোমবার (০৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
এসময় ওবায়দুল কাদের বলেন, সরকার তৎপর তবু অপরাধ ঘটেই চলেছে। দলমত নির্বিশেষে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়তে হবে। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই। অপরাধী ও মদদদাতা, সবাইকে আইনের আওতার আনতে হবে, তারা যারাই হোক। সেটা আওয়ামী লীগের হলেও আইনের আওতায় আনা হবে। অপরাধ দমন ও প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এদিকে, নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সম্মিলিত ছাত্র-জনতা।
এ সময় তারা সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং জড়িতদের বিচার দাবি করে স্লোগান দিতে থাকেন। রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতারা সংহতি জানিয়ে বক্তব্য দেন।
The post ধর্ষণের দায় এড়াতে পারে না সরকার: ওবায়দুল কাদের appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3nhyZYL
No comments:
Post a Comment