Friday, October 2, 2020

দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে আ.লীগসহ বিভিন্ন সংগঠনের অভিনন্দন https://ift.tt/eA8V8J

দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে দেবহাটার বিভিন্ন সংগঠন।

শুক্রবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানান ও মিষ্টিমুখ করান। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান মুজিবর রহমান, সখিপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পৃথকভাবে প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনকে অভিনন্দন জানিয়েছেন।

এছাড়া দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবীর, তাঁতী লীগের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবীর হীম, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বরত আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, বৃহষ্পতিবার উৎসব মূখর পরিবেশে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটে ভোটের মাধ্যমে দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ২০ জন ভোটারের মধ্যে প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ২০ ভোটের মধ্যে ১৬টি ভোট পেয়ে দেবহাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং কার্যনির্বাহী সদস্য পদে এসএম নাসির উদ্দীন ও এমএ মামুন প্রত্যেকে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

পাশাপাশি কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় আব্দুর রব লিটু সভাপতি, রশিদুল আলম রশিদ সিনিয়র সহ-সভাপতি, আবু হুরাইরা ও প্রভাষক রাজু আহম্মেদ সহ-সভাপতি, মোমিনুর রহমান ও নির্মল কুমার মন্ডল যুগ্ম সম্পাদক, মীর খায়রুল আলম সাংগঠনিক সম্পাদক, কবির হোসেন অর্থ সম্পাদক, আজিজুল হক আরিফ দপ্তর সম্পাদক এবং আরাফাত হোসেন লিটন সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।

দেবহাটা ব্যুরো:

The post দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে আ.লীগসহ বিভিন্ন সংগঠনের অভিনন্দন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ipKv0o

No comments:

Post a Comment