সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দের সাথে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা পুরাতন আইনজীবী ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী।
প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা অধ্যাপক আবু আহমেদ। প্রধান বক্তা ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু।
জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা ওহাব আলী সরদার, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি গোলাম রসূল, আবেদার রহমান, আব্দুস সাত্তার, শওকত আলী, হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, রহমত আলী, শাহজাহান আলী ছোট বাবু, পৌর শাখার সভাপতি হাসান মাহমুদ ক্যাপটেন, নাজমা খাতুন,খাদিজা খাতুন, শ্যামনগর উপজেলা সভাপতি মোকছেদ আলী, কালিগঞ্জ উপজেলার সভাপতি মোশাররফ হোসেন, দেবহাটার সভাপতি আব্দুল গফফার, সদর সভাপতি সিরাজুল ইসলাম, কলারোয়ার শেখ আনছার আলী, তালা-পাটকেলঘাটার সভাপতি আদিত্য, আশাশুনি উপজেলার ভূমিহীন নেত্রী মারুফা খাতুন প্রমুখ।
সভায় বক্তারা প্রধানমন্ত্রীর ভূয়শী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী সারা দেশে অসহায় ব্যক্তিদের জন্য প্রায় ৯লক্ষ গৃহ নির্মাণ করে দেওয়ার প্রকল্প গ্রহণ করেছেন। যা বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় সিদ্ধান্ত। উত্তরণ নামের একটি এনজিও নিজেদের স্বার্থে বিভিন্ন কমিটি তৈরি করে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। তারা কতিপয় ভূমিহীন নামধারীদের নিয়ে প্রকৃত ভূমিহীনদের বঞ্চিত করে সুবিধা আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর সুবিধা আদায়ের উদ্দেশ্যে ভূমিহীনদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। আমাদের মনে রাখতে হবে এনজিও সব সময় ভূমিহীন অসহায় মানুষদের সামনে রেখে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করে। তারা কখনো গরিব মানুষের স্বার্থে কাজ করে না। ওই সংস্থাটি কখনোই ভূমিহীনদের উন্নয়নে কাজ করে না। যারা ভূমিহীনদের ব্যবহার করে সুবিধা আদায় করে, বাণিজ্য করে। ওই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মাননীয় প্রধামন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে জেলা শহরে মিছিল, মানববন্ধনসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী দেন বক্তারা। প্রেসবিজ্ঞপ্তি
The post জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দের সাথে উপজেলা কমিটির সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Sp2Mk4
No comments:
Post a Comment