Saturday, October 3, 2020

ভারতে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়ালো https://ift.tt/eA8V8J

ভারতে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরো এক হাজার ৬৯ জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা বেড়ে লাখে গিয়ে পৌঁছায়। বর্তমানে করোনায় বিশ্বে সবচেয়ে বেশি দেশগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ভারতে বর্তমানে মোট ৬৪ লাখ ৭৩ হাজার ৫৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন এক লাখ ৮৭৫ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫৪ লাখ ২৭ হাজার ৭০৬ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৯ লাখ ৪৪ হাজার ৯৬৩।

শুক্রবার দেশটিতে আরো ৭৯ হাজার ৪৭৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন । অপরদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ৭৫ হাজার ৬২৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১১ লাখ ৩২ হাজার ৬৭৫ জনের দেহে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে শুধুমাত্র সেপ্টেম্বরেই আক্রান্ত হয়েছে আরো ২৩ লাখ মানুষ। অর্থাৎ, মোট আক্রান্তের প্রায় ৪০ শতাংশ।

ভারতে কোভিড পরিসংখ্যানে শীর্ষে থাকা মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৯২২। সংক্রমণে মৃত্যু হয়েছ ৩৭ হাজার ৫৬ জনের। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১১ লাখ ৪ হাজার ৪২৬ জন। মহারাষ্ট্রে করোনার অ্যাক্টিভ কেস ২ লাখ ৫৯ হাজার ৪৪০।

দ্বিতীয় স্থানে থাকা অন্ধ্রপ্রদেশে করোনায় আক্রান্ত হয়েছে ৭ লাখ ২৩৫ জন। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৬৯ জনের। সংক্রমণ থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬ লাখ ৩৬ হাজার ৫০৮ জন। অন্ধ্রপ্রদেশে করোনার অ্যাক্টিভ কেস ৫৭ হাজার ৮৫৮।

তৃতীয় স্থানে থাকা কর্নাটকে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১১ হাজার ৮৩৭। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৯৪ জনের। সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ৯২ হাজার ৪১২ জন। কর্নাটকে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ১০ হাজার ৪৩১।

চতুর্থ স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩,২৯০। করোনায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৫৮৬ জনের। সুস্থ হয়ে উঠেছে ৫ লাখ ৪৭ হাজার ৩৩৫ জন। তামিলনাড়ুতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৬ হাজার ৩৬৯।

এদিকে উত্তরপ্রদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ৩ হাজার ১০১ জন। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৮৪ জনের। সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৪৬ হাজার ৮৫৯ জন। উত্তরপ্রদেশে অ্যাক্টিভ কেস ৫০ হাজার ৩৭৮।

অপরদিকে, রাজধানী দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৮২ হাজার ৭৫২ জন। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৫ হাজার ৪০১ জনের। করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ৫০ হাজার ৬১৩ জন। দিল্লিতে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৬ হাজার ৭৩৮।

The post ভারতে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়ালো appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2EV2r5p

No comments:

Post a Comment