পাটকেলঘাটা প্রতিনিধি: যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে এবারের দুর্গোৎসব শেষ হয়েছে। এ উপলক্ষে পার্শবর্তী সরুলিয়া, কাশিপুর, তৈলকুপি, রাজেন্দ্রপুর, কুমিরা, পাটকেলঘাটার কালিবাড়ি চত্তরে এসে মিলিত হয়। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় কপোতাক্ষ নদে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
এসময় হিন্দু ধর্মালম্বী বিভিন্ন বয়সী হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয়। এ সময় উপস্থিত ছিলেন সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, সরুলিয়া ইউনয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিকে তালার ইসলামকাটি খেয়াঘাট সংলগ্ন ব্রিজের নিচে উপরে হাজারো মানুষের উপস্থিতির মাধ্যমে ইসলামকাটি রক্ষা কালীতলা, হরিতলা, বারুইপাড়া, পালপাড়া, ঘোষ পাড়া, ইসলামকাটি দাসপাড়া, সুজনশাহা, পরেনপুর মেলোপাড়া, বলরামপুর, ফলেয়া, হাজরাপাড়া, হাজরাপাড়া কালীবাড়ী, ঘোষপাড়া, চৌধুরী বাড়ি এলাকা হতে বহু প্রতিমা কপোতাক্ষ নদীতে বিসর্জন দিতে আসেন ভক্তরা।
The post পাটকেলঘাটা কপোতাক্ষ নদে প্রতিমা বিসর্জনে মানুষের ঢল appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2J9iGO8
No comments:
Post a Comment