Tuesday, October 6, 2020

কলারোয়ার খোরদো ফুটবল টুর্নামেন্টের সেমিতে মনিরামপুর https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার খোরদো ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় শার্শার ধলদাকে হারিয়েছে মনিরামপুরের চাঁপাতলা। মঙ্গলবার বিকালে খোরদো হাইস্কুল ফুটবল মাঠে খোরদো কপোতাক্ষ ফুটবল একাডেমি আয়োজিত মুজিববর্ষ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে ২৯ মিনিটে মনিরামপুরের চাঁপাতলা ফুটবল একাদশের ৭নম্বর জার্সীধারি খেলোয়াড় গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।
বিরতির পরে ২মিনিটে মনিরামপুরের ৯নম্বর জার্সীধারি খেলোয়াড় গোল কওে ব্যবধান বাড়ান। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই ২-০ গোলে শার্শার ধলদাকে হারিয়ে জয়লাভ করে মনিরামপুরের চাঁপাতলা ধারাবিবরণীতি ছিলেন পলাশ। খেলাটি পরিচালনা করেন ফরহাদ হোসেন। তাকে সহযোগিতা করেন রুহুল আমিন ও নুরনবী। আজ বুধবার বিকালে একই মাঠে প্রথম রাউন্ডের ৩য় খেলায় খুলনা ফুটবল একাদশ বনাম কলারোয়া ফুটবল একাডেমি পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

The post কলারোয়ার খোরদো ফুটবল টুর্নামেন্টের সেমিতে মনিরামপুর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2F5Ku4c

No comments:

Post a Comment