Friday, October 2, 2020

শহরের ইটাগাছা এলাকায় নগদ টাকা ও হাইজিন কিডস বিতরণ https://ift.tt/eA8V8J

বেসরকারি উন্নয়ন সংস্থা “আইডিয়াল” এর বাস্তবায়নে সাতক্ষীরা পৌরসভায় ৩০০ টি উপকারভোগী পরিবারের মাঝে নগদ তিন হাজার টাকা এবং পনেরশো টাকা মূল্যের হাইজিন কিডস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা য়েছে।

বাঁচলে নদী, বাঁচবে দেশ, আসুন সবাই মিলে রক্ষা করি পরিবেশ” এই স্লোগানে ইউকেএইড এর অর্থায়নে, স্টার্ট ফান্ড বাংলাদেশ ও এফসিডিও এর সহযোগিতায়, উত্তরণ এর মাধ্যমে, আইডিয়াল সংস্থা এর বাস্তবায়নে “দক্ষিণ পশ্চিম উপকূলে দুর্গত মানুষদের মাঝে জরুরী সহায়তার” লক্ষ্যে সাতক্ষীরা পৌরসভার ২০ টি উপকারভোগী পরিবারের মাঝে সহায়তা প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র মোঃ তাসকিন আহমদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথী এবং ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গির হোসেন কালু এবং উত্তরণ কর্মকর্তা এডভোকেট মোঃ মনির উদ্দিন।

আইডিয়াল পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে, প্রকল্প কর্মকর্তা এস এম মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রতিবন্ধী, স্বামী পরিত্যাক্তা, বিধবা, অসহায় গরিব দুন্থ পরিবারকে প্রাধান্য দিয়ে উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

The post শহরের ইটাগাছা এলাকায় নগদ টাকা ও হাইজিন কিডস বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2SfvCU1

No comments:

Post a Comment