কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির।
শনিবার বেলা ১১টার দিকে থানা কম্পাউন্ডে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেন। কলারোয়া থানায় অফিসার ইনচার্জ পদে যোগদানের পরদিন সাংবাদিকদের সঙ্গে বসলেন মীর খায়রুল কবির।
এসময় তিনি বলেন, ‘আমি সাধারণ মানুষকে উপকার করতে না পারলেও আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। নির্লোভ, মানবিক ও আস্থার পুলিশি সেবা দিতে আমরা বদ্ধপরিকর। থানার কোন অফিসার বা পুলিশ সদস্য যদি ইচ্ছাকৃত কোন অন্যায়-অনিয়ম করেন তাহলে হয় সে থানায় থাকবে নয়তো আমি থাকবো।’
তিনি আরও বলেন, ‘পুলিশ ও সাংবাদিক পরস্পরের সঙ্গে সম্পর্কিত। আপনারা যেকোন তথ্য জানাবেন, আইনশৃঙ্খলা সমুন্নত রাখার দায়িত্ব আমাদের। সাধারণত মফস্বলের সাংবাদিকতা পেশা নয়, নেশা। পেশা হিসেবে নিতে গেলে অর্থনৈতিক বিপথগামী হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। সুতরাং সৎপথে থেকে সমাজের দর্পণ হওয়া বাঞ্ছনীয়।’
কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংবাদিক নেতা শিক্ষক দীপক শেঠ, কলারোয়া নিউজ’র সরদার জিল্ল¬ুর, আসাদুজ্জামান ফারুকী, মিলন দত্ত, দেবাশীষ চক্রবর্তী বাবুস প্রমুখ সেসময় উপস্থিত ছিলেন। সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত ওসি মীর খায়রুল কবিরকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) হারান চন্দ্র পালসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
The post কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/37CiPnm
No comments:
Post a Comment