Tuesday, October 27, 2020

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে খুলনার সাথে সকল ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ https://ift.tt/eA8V8J

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের সাফদালপুর স্টেশনে দুইটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ৪৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ইঞ্জিনসহ তিনটি বগি লাইন চ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় খুলনার সাথে সকল ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, পারবতীপুর থেকে তেলবাহী ও যশোর নোয়াপাড়া থেকে মালবাহী ট্রেন দু’টি সিগনাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে। এসময় বিকট শব্দে দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ইঞ্জিনসহ ট্রেন দু’টির তিনটি বগি লাইন চ্যুত হয়।

আরও জানান, বগি লাইন থেকে পড়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণ ডিজেল তেল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ইতোমধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছিয়েছে। উদ্ধার কাজ শুরু করা হয়েছে। তিনি আরও জানান, চালকের অসর্তকতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনার সাথে সকল প্রকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বগি লাইন থেকে পড়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণ ডিজেল তেল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা রাতেই সেখানে অবস্থান নেয়। প্রাথমিক উদ্ধার কাজে অংশ নেন তারা।

খুলনা প্রতিনিধি:

The post দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে খুলনার সাথে সকল ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kyFi8r

No comments:

Post a Comment