খুলনায় মাত্র তিন কার্যদিবসে মাদক মামলার একমাত্র আসামি সম্রাটের এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার বেলা ১১টায় এ মামলার রায় ঘোষণা করেন খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৪-এর বিচারক ড. মো. আতিকুস সামাদ।
মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি সম্রাট (২৬) নগরীর রূপসা ব্রিজের নিচে মোক্তার হোসেন সড়কের মো. জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী জালাল হোসেন নথির বরাত দিয়ে জানান, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে মোক্তার হোসেন সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় বাজার মেইন রোডের কিউপিএস ফার্মেসির সামনে থেকে ৩০ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবাসহ সম্রাটকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই কাজী আকরাম হোসেন বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে লবণচরা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার, নং-১৩।
চলতি বছরের এক জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন মোল্যা আদালতে সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি সাহারা ইরানী পিয়া।
আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সরদার ইয়াসির আরাফাত।
The post খুলনায় ৩ কার্যদিবসে মাদক মামলার রায় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2HDQC4N
No comments:
Post a Comment