Thursday, October 1, 2020

দেবহাটায় দুই ভালো বংশের চোর আটক https://ift.tt/eA8V8J

দেবহাটায় পিকআপে করে ছাগল চুরির সময় ছাগলসহ ২ ব্যক্তি আটক হয়েছে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙ্গী এলাকার মৃত মোবারক শেখের ছেলে পিকআপ ড্রাইভার রফিকুল ইসলাম (২৮) এবং ধুলিহরের সাজ্জাদ হোসেনের ছেলে ইব্রাহিম ইসলাম ওরফে বাবু (২৮)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দেবহাটা থানার এসআই নয়ন কুমার চৌধুরী দেবহাটা থানাধীন জগন্নাথপুর সাকিনস্থ জনৈক কাশেম বিশ্বাসের বাড়ির সামনে ডিউটি করছিলেন। এ সময় উপরোক্ত ব্যক্তিরা ১ টি ছাগল চুরি করে পিকআপে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদেরকে হাতে নাতে আটক করা হয়। এ বিষয়ে দেবহাটা থানায় চুরি আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যেও সৃষ্টি হয়েছে। পিকআপে ছাগল চুরি করে পালানো সম্পর্কে এলাকাবাসীদের বলতে শোনা গেছে “চোর হলেও বংশ ভালো।”

দেবহাটা প্রতিনিধি:

The post দেবহাটায় দুই ভালো বংশের চোর আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2HCVnvd

No comments:

Post a Comment