Saturday, October 24, 2020

আশাশুনিতে ইউপি চেয়ারম্যান ডালিমের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ https://ift.tt/eA8V8J

আওয়ামী লীগ নেতা শরবত আলীসহ ৫টি হত্যা মামলার আসামী সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ ডালিমের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নির্যাতিত পরিবারবর্গ ও ইউনিয়নবাসীর আয়োজনে শনিবার সকালে উপজেলার গদাইপুর বাজারে উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস মোল্লার সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, এড. মাসুদুর রহমান প্রিন্স, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অহিদুল ইসলাম মোল্যা, নিহতের স্ত্রী শেফালি বেগম, ছেলে শিমুল হোসেন ও সবুজ হোসেন, প্রভাষক জাবিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবুরাম প্রমুখ।

বক্তারা বলেন, খাজরা ইউনিয়নের ধর্ষক, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভুমিদদস্যু ও বোমাবাজ ইউপি চেয়ারম্যান ডালিম বার বার মানুষ হত্যা করেও পার পেয়ে যাচ্ছে। বক্তারা এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে চেয়ারম্যান ডালিমের দল থেকে বহিস্কারসহ দৃষ্টান্তমুলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

অনলাইন ডেস্ক:

The post আশাশুনিতে ইউপি চেয়ারম্যান ডালিমের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Hr46AF

No comments:

Post a Comment