Sunday, October 25, 2020

শ্যামনগরে নেশার টাকা না পেয়ে ঘরের আড়ায় ঝুলে যুবকের আত্মহত্যা https://ift.tt/eA8V8J

পরিবারের কাছে নেশার টাকা না পেয়ে নাজমুল হোসেন (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার রাত সাড়ে ১২ টার দিকে নিজ গৃহে আড়ার সাথে গলায় রশি পেচিয়ে সে আত্মহত্যা করে। নাজমুল উপজেলার পশ্চিম পোড়াকাটলা গ্রামের আলমগীর হোসেন মোল্যার পুত্র।

পারিবারিক সূত্র ও বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভবতোষ মন্ডল জানান, নাজমুল দীর্ঘদিন নেশাগ্রস্থ ছিল। নেশার টাকার জন্য পিতা মাতার উপর প্রায় অত্যাচার করত। ঘটনার দিন নেশার টাকা নিয়ে পরিবারের সাথে গোলযোগের সৃষ্টি হয়।

এ ঘটনায় রাত্রে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করেছে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত (ইউডি) মামলা হয়েছে।

শ্যামনগর (সদর) প্রতিনিধি:

The post শ্যামনগরে নেশার টাকা না পেয়ে ঘরের আড়ায় ঝুলে যুবকের আত্মহত্যা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kskm2R

No comments:

Post a Comment