Monday, October 5, 2020

শ্যামনগরের আটুলিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা https://ift.tt/eA8V8J

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের আটুলিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর বেলা ১১টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার লাইব্রেরী উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মানবতার লাইব্রেরীর প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা এম. আবুবকর সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ১০নং আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ বাবু। বিশেষ অতিথি নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আব্দুল মাজেদ, নওয়াবেঁকী হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক এম. শামছুল ইসলাম, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোমতাজ উদ্দীন, সাবেক সুপার মাওলানা আব্দুল মাজেদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম মোস্তফা কামাল, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম,প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান (হবি) প্রমুখ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে অবসরপ্রাপ্ত ৩২ জন শিক্ষক তাঁদের অনুভূতি ব্যক্ত করেন এবং অবসরকালিন সময়ে নিজেদের অসহায়ত্বের কথা প্রকাশ করে মানবতার লাইব্রেরীর এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানান। এরপর উপস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে সম্মাননা স্মারক ও বই প্রদান করা হয়। শিক্ষকদের সুস্থতা কামনা ও প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। আটুলিয়া ইউনিয়নের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে এ সংবর্ধনা দেওয়া হয়।

The post শ্যামনগরের আটুলিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lf7c9t

No comments:

Post a Comment