Monday, October 5, 2020

বজ্রপাত প্রতিরোধে শ্যামনগরে সহ¯্রাধিক তালবীজ বপন https://ift.tt/eA8V8J

৫ অক্টোবর বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় শ্যামনগর সদর ইউনিয়ন যুব ফোরামের উদ্যোগে জাওয়াখালী যুব সংঘের সভাপতি সন্ধীপ কুমার গায়েনের সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্যামনগর সদর ইউনিয়নের জাওয়াখালী-বেতাঙ্গী রাস্তার দুই পাশে বজ্রপাত প্রতিরোধে সহ¯্রাধিক তালবীজ বপন করা হয়। তালবীজ বপন উদ্বোধন করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান এড. এসএম জহুরুল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম, মলয় কুমার গায়েন ও দেলোয়ারা পারভীন, রেখা রানী ও মোমিনুর রহমান প্রমুখ।

The post বজ্রপাত প্রতিরোধে শ্যামনগরে সহ¯্রাধিক তালবীজ বপন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34r2YET

No comments:

Post a Comment