Monday, October 26, 2020

শ্যামনগরের কৈখালীতে ফসলী জমি থেকে বোরিং করে বালু উত্তোলন https://ift.tt/eA8V8J

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কৈখালী এলাকায় ফসলী জমি থেকে বোরিং করে হাজার হাজার ঘন ফুট বালু উত্তোলন করা হচ্ছে। কার্পেটিং সড়ক নির্মাণ কাজে ব্যবহারের জন্য ঠিকাদারের পক্ষে স্থানীয় নুরুল ইসলাম ও আনছার আলীর লোকজন দুই সপ্তাহ ধরে অবৈধভাবে ওই বালু উত্তোলন করছে। ভাঙন কবলিত উপকূলীয় জনপদ থেকে বালু উত্তোলনের ঘটনায় মারাত্মক পরিবেশ বিপর্যয়ের শংকা প্রকাশ করেছে স্থানীয়রা।

সরেজমিনে সুন্দরবন তীরবর্তী কৈখালী এলাকায় পৌছে দেখা যায় জাদা গ্রামে পাশের আমন ধানের ক্ষেত লাগোয়া পুকুরে দুটি ড্রেজিং মেশিন স্থাপন করে জমির তলদেশ হতে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলনকৃত বালু মুলত কার্পেটিং রাস্তা নির্মাণের জন্য ‘স্যান্ড ফিলিং’ এর কাজে ব্যবহার করছে সংশ্লিষ্টরা। স্থানীয় এস আর মাধ্যমিক বিদ্যালয় থেকে সীমান্তবর্তী কালিন্দি নদী পর্যন্ত বিস্তৃত দুই হাজার নয় শত মিটার রাস্তা ভরাটের কাজে একই এলাকা থেকে বালু উত্তোলন করা হবে বলেও জানান তারা।

জানা গেছে, দীর্ঘ দিন ঝুলে থাকার পর ২০১৯-২০ অর্থ বছরে এসে এসআর মাধ্যমিক বিদ্যালয় থেকে সন্ন্যাসী ডাক্তারের বাড়ি হয়ে সীমান্তবর্তী কালিন্দি নদী পর্যন্ত বিস্তৃত ইটের সোলিংকৃত রাস্তার কার্পেটিং এর কাজ শুরু হয়েছে। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে দুই হাজার নয় শত মিটার রাস্তার কাজ চলতি অর্থ বছরে সম্পন্নের নির্দেশনাও রয়েছে স্থানীয়রা জানান বক্স কাটিং এর কাজ সম্পন্ন করেই স্যান্ড ফিলিং এর জন্য দূর-দূরান্ত থেকে প্রয়োজনীয় বালু না এনে পাশের ফসলী জমির প্রায় সত্তর ফুট গভীর থেকে ড্রেজার মেশিনের সহায়তায় বালু উত্তোলন করা হচ্ছে।

আজিজুর রহমান ও শাহিন আলমসহ স্থানীয়রা জানান ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট থেকে পাতড়াখোলা গ্রামের নুর ইসলাম ও আনছার আলী ওই রাস্তার স্যান্ড ফিলিংয়ের কাজ সাব-কন্ট্রাক্ট নিয়েছে। সাড়ে ছয় টাকা ঘন ফুট হিসেবে চুক্তি মোতাবেক তারা রাস্তার কাজের জন্য বালু সরবরাহের দায়িত্ব নিলেও এখন পাশের জমি থেকে বালু উত্তোলন করছে। স্থানীয়রা অভিযোগ করেন কয়েকজন জমির মালিককে দেড় টাকা ফুট হিসেবে অগ্রীম টাকা পরিশোধ করে নুর ইসলাম ও আনছার আলী নিজেদের লোকজন নিয়ে দিন রাত ধরে দু’টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। কয়েকজন জমির মালিক টাকা নিতে সম্মত না হওয়ায় রাস্তার কাজে বালু উত্তোলনের সুযোগ দিতে তাদের নানাভাবে চাপ দেয়া হচ্ছে বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন।

আবুল খায়েরসহ কয়কজন গ্রামবাসী জানান সুন্দরবন সংলগ্ন ও ভারত সীমান্তবর্তী এলাকাটি অত্যন্ত দুর্যোগ প্রবণ। বাঁধ ও নদী ভাঙন এখানে নিত্যকার ঘটনা। এমতাবস্থায় ফসলী জমি থেকে বোরিং করে বালু উত্তোলনের কারনে সামনের দিনগুলোর কথা ভেবে তারা রীতিমত শংকিত।

এদিকে বালু উত্তোলনের দায়িত্বে থাকা নুর ইসলাম বলেন, উন্নয়ন কাজের স্বার্থে পাশের জমি থেকে বালু নেয়া হচ্ছে। অনেক জায়গায় বালু পাওয়া যাচ্ছে না-উল্লেখ করে তিনি বলেন সাড়ে ছয় টাকায় চুক্তির বালু দশ কিলো মিটার দুর থেকে এনে পোষাবে না। বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি স্থানীয় সাংবাদিক নেতাদের সাথে দেখা করার পরামর্শ দেন।

সড়ক নির্মাণ কাজের দায়িত্ব প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্নধার আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয় নুর ইসলাম ও আনছার আলী বালু সরবরাহের দায়িত্ব নিয়েছে। তবে কোথা থেকে বালু দিচ্ছে বা দিবে তা আমার জানা নেই।

The post শ্যামনগরের কৈখালীতে ফসলী জমি থেকে বোরিং করে বালু উত্তোলন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31M1Uej

No comments:

Post a Comment