Thursday, October 1, 2020

পাটকল চালু ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবীতে খুলনায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন https://ift.tt/eA8V8J

বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহ রাষ্ট্রীয় খাতে রেখেই পুনরায় চালু ও আধুনিকায়ন করা এবং শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবীতে আজ সকাল ১০টায় ষ্টার জুট মিল সংলগ্ন চন্দনীমহল বাজার (চৌরাস্তা মোড়) ওয়ার্কার্স পার্টি দিঘলিয়া শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন দিঘলিয়া পার্টির সদস্য ও শ্রমিকনেতা জসিম গাজী এবং পরিচালনা করেন শ্রমিকনেতা শামসুর রহমান। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পার্টির জেলা কমিটির সম্পাদকম-লীর সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর পার্টির সম্পাদকম-লীর সদস্য খলিলুর রহমান ও আব্দুস সাত্তার মোল্লা। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনÑপার্টির মহানগর নেতা হাফিজুর রহমান, ১৩নং ওয়ার্ড ওয়ার্কার্স পাটির সভাপতি হান্নান শেখ, শ্রমিকনেতা রমজান হোসেন, শওকত আলী, সুজিত বর্মণ, জলিল হাওলাদার, ওজিয়ার রহমান, খাদিজা খানম, ছাত্রনেতা নাজমুর রাকিব উজ্জ্বল, আলামিন গাজী প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সরকার কর্তৃক রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে ওয়ার্কার্স পার্টি একমত পোষণ করেনি। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহ বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার ও রাষ্ট্রীয় খাতে রেখেই আধুনিকায়ন করে চালুর দাবীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, কেন্দ্রীয় কমিটি কর্তৃক গত ২০ আগস্ট প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। তিনি আরও বলেন, ২০১৯ সালের শ্রমিকদের ৬টি মজুরী বিলসহ সকল পাওনাদি সঠিক হিসাবের ভিত্তিতে পরিশোধ করে রাষ্ট্রীয় খাতে পাটকলগুলো অবিলম্বে চালু করতে হবে। একই সাথে আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও যুগোপযোগী করে বিশ্বে পাটজাত দ্রব্যের বাজার ধরে রাখার ব্যবস্থা করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

The post পাটকল চালু ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবীতে খুলনায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2GjDQrn

No comments:

Post a Comment