দেবহাটা সংবাদদাতা: দেবহাটায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছলিমা আক্তারকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় দেবহাটা এরিয়া প্রোগ্রামের বাস্তবায়নকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের যৌথ উদ্যোগে নবাগত নির্বাহী অফিসার তাছলিমা আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
এসময় ওয়ার্ল্ড ভিশনের দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফুলি সরকার, প্রোগ্রাম অফিসার পল ভক্ত ম-ল এবং সুশীলনের প্রকল্প কর্মকর্তা রাসেল আহমেদ ও ফিল্ড সুপারভাইজার নীলকান্ত মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার অতীতের মতো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যাক্ত করেন পাশাপাশি সরকারী দপ্তরসমুহের সাথে সমন্বয় করে সকল কার্যক্রম সম্পাদনের জন্যও নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
The post দেবহাটায় ইউএনও তাছলিমা আক্তারকে ওয়ার্ল্ড ভিশনের শুভেচ্ছা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3dZ3yOK
No comments:
Post a Comment