শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কলারোয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
‘করোনাকালীন সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্রীয় দিবস দু’টি স্বল্প পরিসরে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে পালন করা হবে। মহান বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, ভার্চুয়াল আলোচনা সভা, বিশেষ দোয়া-প্রার্থনা, হাসপাতালে খাদ্য পরিবেশনা ইত্যাদি কর্মসূচি পালন করা হবে। তবে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ খোলা স্থানে জনসমাগম হয় এমন কয়েকটি কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।’
সভায় আরো জানানো হয়- ‘রাষ্ট্রীয় প্রোগ্রামের আলোকে দেশের সকল জেলা ও উপজেলায় যেসব কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় ঠিক সেভাবেই কলারোয়াতেও দিবসটি উদযাপন করা হবে। জাতীয় পতাকা উত্তোলনের সময় ফ্লাগ স্ট্যান্ডে কারা অবস্থান করবেন সেটা রাষ্ট্রীয় নীতিমালায় উল্লেখ আছে, সেভাবেই সেটা বাস্তবায়িত হবে।
স্বাস্থ্যবিধি মেনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান করা যায় কিনা সেই ব্যাপারে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের জানানো হবে। একই সাথে নিজস্ব উদ্যোগে আলোকসজ্জার ব্যবস্থা করা হবে।’ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এমএ ফারুক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তাফা, সৈয়দ আলী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাছুদ বাবু, জাতীয় পার্টির সভাপতি এম মুনছুর আলী প্রমুখ।
এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, রাজনীতিক, সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি:
The post কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস স্বল্প পরিসরে উদযাপনের সিদ্ধান্ত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3qmEQh5
No comments:
Post a Comment