Wednesday, December 2, 2020

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাটকেলঘাটা বাজার পরিদর্শন https://ift.tt/eA8V8J

বানিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (২ ডিসেম্বর) মঙ্গলবার সাড়ে ১০টায় সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বেকারি ও মিষ্টির কারখানায় মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা ক্যাব সদস্য মো. সাকিবুর রহমান ও পাটকেলঘাটা থানার এসআই প্রদ্যুৎ গোলদারের সঙ্গীয় পুলিশ ফোর্স সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে তালার পাটকেলঘাটা বাজারে কয়েকটি বেকারি, কারখানা ও দোকান পরিদর্শন করেন সাতক্ষীরাতে অতিরিক্ত দায়িত্বরত সহ:পরিচালক শিকদার শাহিনুর আলম (খুলনা) ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমান।

পরিদর্শনকালে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার কারখানায় ১৫ হাজার, ভাই ভাই বেকারিতে ১৫ হাজার, বুশরা ফুডে ১০ হাজার এবং হালিমা বেকারিতে ১০ হাজার মিলে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসকল প্রতিষ্ঠানে নোংরা পরিবেশ, উৎপাদনের তারিখ না থাকা, মোড়কে মূল্য না থাকায় এই জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯’র ৩৭ ও ৪৩ ধারা’সহ অন্যান্য ধারা লংঘনে। এছাড়া উক্ত প্রতিষ্ঠানসহ আরো কয়েকটি প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও প্রচারাভিযান চালানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

The post ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাটকেলঘাটা বাজার পরিদর্শন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33AXKa0

No comments:

Post a Comment