Tuesday, December 1, 2020

কালিগঞ্জে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ১৯ গ্রাহকের মাঝে চেক বিতরণ https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর দুইজন গ্রাহকের মৃত্যুজনিত কারণে তার পরিবারকে মৃত্যুদাবির চেক ও ১৭জন গ্রাহকের মেয়াদোত্তীর্ণ পলিসির চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সাতক্ষীরা জোন ইনচার্জ ও ডক্টরস্ হাসপাতালের ডাইরেক্টর এনামুল হক এনামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন।

 

কালিগঞ্জ শাখা ব্যবস্থাপক সুনীল কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আব্দুল্যাহ হাসান প্রমুখ।

The post কালিগঞ্জে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ১৯ গ্রাহকের মাঝে চেক বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36p9iio

No comments:

Post a Comment