Tuesday, December 1, 2020

সাদাত রহমানকে সাতক্ষীরা পাবলিক স্কুলের সম্মাননা https://ift.tt/eA8V8J

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার জয়ী সাদাত রহমানকে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় স্কুলটির দশম বর্ষে পদার্পন অনুষ্ঠানে সাদাতকে এ সম্মাননা প্রদান করা হয়। ‘জ্ঞানের শিক্ষা জ¦ালতে মোরা করোনাকে পাইনি ভয়, দশ বছরে পদার্পনে ভার্চুয়ালে বিশ^ জয়’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এছাড়া স্কুলটির ভাইস প্রিন্সিপাল আলী আদনানের সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা মেট্রপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার কামরুল ইসলাম, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক আহসান উল্লাহ, সুশীলনের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান, রবির এন্টারপ্রাইজ বিজনেসের ম্যানেজার রায়হান মোর্শেদ, স্কুল অব লরিয়েটস এর অধ্যক্ষ এড. আব্দুর রহমান খান, স্কুলটির প্রিন্সিপাল মো. কামাল উদ্দীন, পরিচালক আলাউদ্দীন ফারুকী প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা অনলাইনে যুক্ত হয়ে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে কাজ করে যাওয়া এ প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করেন।

এসময় সাদাত রহমানকে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের সভাপতি শেখ আজহার হোসেন। স্কুলটির ১০ম বর্ষপূর্তি এ অনুষ্ঠানে কবি অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য সচিব গৌতম ঘোষ, জনপ্রিয় অভিনেতা কচি খন্দকার, টিভি অভিনেতা স্বাধীন খসরু, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, ইউএনডিপির হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী প্রমুখ শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল করোনার মধ্যেও স্কুলটি নিজস্ব সফওয়্যারের মাধ্যমে অনলাইন কার্যক্রমের নিরাবিচ্ছিন্ন শিক্ষা প্রদান করায় স্কুলটিকে ভূয়সী প্রশংসা করেন। এসময় সাদাত রহমান স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাইবার বুলিং এ করনীয় বিষয়ক বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে। সাথে সাথে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ আনন্দের ছলে শিক্ষাদানের পাশাপাশি পোস্টার প্রেজেন্টেশন, বির্তক, বিএনসিসি, করোনা সচেতনাসহ নানা সহশিক্ষা কার্যক্রম চালনা করায় স্কুলের ছেলেমেয়েরা অনেক বেশি এগিয়ে থাকবে বলে অভিমত প্রকাশ করে। সাথে সাথে ভবিষ্যতে স্কুলটির সকল সৃজনশীল কার্যক্রমে যুক্ত থাকার ইচ্ছা পোষণ করে।

The post সাদাত রহমানকে সাতক্ষীরা পাবলিক স্কুলের সম্মাননা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3g7dXJn

No comments:

Post a Comment