Friday, December 4, 2020

পাইকগাছায় পাখির জন্য গাছে মাটির পাত্র স্থাপন https://ift.tt/eA8V8J

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় পাখি বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন অব্যাহত রেখেছে পরিবেশবাদী সংগঠণ বনবিবি। বন্য পাখি সুরক্ষা ও পাখির অভায়াশ্রয় গড়ে তোলার লক্ষে পাখির বাসার জন্য পাইকগাছার কাশিমনগর, কপিলমুনির সহচরি বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়, গোলাবাটি প্রাথমিক বিদ্যালয়, হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, মাহমুদকাটী, মালথ ও আগড়ঘাটা এলাকার বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে।

পরিবেশবাদি সংগঠণ বনবিবির উদ্যোগে বিভিন্ন গাছে পাখির বাসার জন্য ৫০টি মাটির পাত্র স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে কপিলমুনি সহচরি বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনের গাছে মাটির পাত্র স্থাপন কার্যক্রমের সময উপস্থিত ছিলেন, বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, সাংবাদিক দীপ অধিকারী, পরিবেশ কর্মী কওসার আলী, পঞ্চান্ন দাশ, সিয়ামুল ইসলাম, সাবিক গাজী, আশরাফুল গাজী, ফাহিম রহমান, সাজিদ আহম্মেদ প্রমুখ।
উল্লে¬খ্য, পরিবেশবাদি সংগঠণ বনবিবির উদ্যোগে ২০১৬ সাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও সরকারি প্রতিষ্ঠানে অবস্থিত বিভিন্ন গাছে পাখি বাসার জন্য মাটির পাত্র স্থাপন কার্যক্রম অব্যাহত রয়েছে। এপর্যন্ত উপজেলার বিভিন্ন গাছে ১ হাজারের অধিক মাটির পাত্র স্থাপন করা হয়েছে। তবে ঝড়ে গাছের ডালপালা ভেঙে প্রায় তিন শতাধিক মাটির পাত্র ভেঙে গেছে। সে সকল গাছের মাটির পাত্র ভেঙে গেছে সে সব গাছে পুনরায় পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন করা হচ্ছে। সংগঠনটি পাখির আবাসস্থল নিরাপদ ও পাখিদের বিচরণস্থল সংরক্ষণে সকলের উদ্যোগী হওয়ার আহবান করেছে।

The post পাইকগাছায় পাখির জন্য গাছে মাটির পাত্র স্থাপন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3onQiHh

No comments:

Post a Comment