দেবহাটা ব্যুরো: সাতক্ষীরার দেবহাটায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিলসহ হাবিবুর রহমান মিলন (৩২) নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাারকৃত হাবিবুর রহমান মিলন দেবহাটা উপজেলার বহেরা গ্রামের লুৎফর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে জেলা ও জেলার বাইরে ফেন্সিডিলের পাইকারী চালান সরবরাহ করে আসছিলো হাবিবুর রহমান মিলন। ফেন্সিডিল চোরাচালানে তার সিন্ডিকেটে আরোও রয়েছে খাসখামার গ্রামের মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী হাতকাটা ওহাব।
শুক্রবার বেলা ১১টার দিকে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু হানিফসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা বহেরা গ্রামে হাবিবুর রহমান মিলনের বাড়ীতে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
The post দেবহাটায় ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2JPfF5K
No comments:
Post a Comment