Thursday, December 24, 2020

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা https://ift.tt/eA8V8J

দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।

সভায় অন্যান্যের মধ্যে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা আমজাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় করোনা পরিস্থিতির ২য় ঢেউ চলায় প্রত্যেককে বাজার, রাস্তাঘাট, সহ সর্ব স্থানে মাস্ক ছাড়া না বের হওয়ার নির্দেশ দেন নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। এছাড়া সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া কোন সেবা দেওয়া হবে না বলে জানান তিনি। নিজেদের নিরাপদে রাখতে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান।

The post দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aSD8if

No comments:

Post a Comment