Thursday, December 24, 2020

তালা দু’শ্রমিকের চিকিৎসায় দেড় লক্ষ টাকা প্রদান https://ift.tt/eA8V8J

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত দু’শ্রমিকের চিকিৎসার জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বুধবার পাটকেলঘাটা ইমারত নির্মাণ শ্রমিকের কার্যালয়ে সকল সদস্যগণের উপস্থিতিতে আহত শ্রমিক রাজনগর গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মোসলেমিন হাসান ও মশিয়ার রহমানের পুত্র ইকবাল হোসেনকে এ অর্থ প্রদান করা হয়। গত ৩-১১-২০২০ তারিখ খুলনা জেলার ডুমুরিয়ার আটুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের কাজ করতে গিয়ে পড়ে মোসলেমিনের মেরুদন্ডের হাড় ভেঙে যায় ও অপর শ্রমিক ইকবাল আহত হয়। গত ৯ ডিসেম্বর ঠিকাদার রফিকুজ্জামান তালা উপজেলা ইমারত নির্মান শ্রমিকের সভাপতি সাধারন সম্পাদকের নিকট শ্রমিকদ্বয়ের চিকিৎসার জন্য ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। বুধবার সন্ধ্যায় অফিস কার্যালয়ে তালা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নিকট থেকে মোসলেমিনের মা আকলিমা খাতুন ১ লাখ ২০ হাজার ও ইকবাল হোসেনের চাচা মতিয়ার রহমান ৩০হাজার টাকা গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত নির্মাণ কাঠশিল্প ফেডারেশনের (বিএসএসএফ) যুগ্ম সম্পাদক আতিয়ার রহমান, তালা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আবুদাউদ, তালা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আরমান আলী, সংগঠনের উপদেষ্টা আদিত্য মল্লিক, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নুরইসলাম খোকা, পাটকেলঘাটা থানা সভাপতি হযরত আলী, আমিনুর ইসলাম, কামরুল ইসলাম, আব্দুল গনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ পর্যন্ত বিগত ৩ বছরে ১৭ লাখ ৫১ হাজার ৪শত টাকা সংগঠনের পক্ষ থেকে অসহায় শ্রমিকদের জন্য প্রদান করা হয়েছে।

The post তালা দু’শ্রমিকের চিকিৎসায় দেড় লক্ষ টাকা প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/38vDyIt

No comments:

Post a Comment