পত্রদূত রিপোর্ট: বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর অবশেষে সাতক্ষীরার শ্যামনগরের নির্যাতিতা গৃহবধুর দায়ের করা ধর্ষণ চেষ্টার মামলাটি থানায় রেকর্ড হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মামলাটি রেকর্ড করা হয়। এরআগে নির্যাতিতা ওই গৃহবধু তার দায়ের করা ধর্ষণ চেষ্টার মামলাটি রেকর্ড না করা হলে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দেন। যা নিয়ে গোটা উপজেলাব্যাপী তোলপাড় শুরু হয়।
নির্যাতনের শিকার গৃহবধু থানায় লিখিত অভিযোগে বলেন, গত ২০ ডিসেম্বর রাতে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের সোহরাব হোসেন ও নুর ইসলাম নামের দুই ব্যক্তি ওই গৃহবধুর বাড়িতে এসে তাকে ধর্ষণের চেষ্টা করে। তারা তার পরনের কাপড় চোপড় ছিড়ে ফেলে এবং দেহের বিভিন্ন অঙ্গে দাঁত বসিয়ে জখম করে। এসময় তার চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এলে তারা পালিয়ে যায়। পরদিনই তিনি এ বিষয়ে থানায় একটি এজাহার জমা দেন। বর্তমানে ওই নির্যাতিতা গৃহবধু শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, গত রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, আসামীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
The post অবশেষে শ্যামনগরের ধর্ষণ চেষ্টার মামলাটি থানায় রেকর্ড appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/38or0lS
No comments:
Post a Comment