নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের আ.লীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী জয়দেব কুমার ঘোষ। ইউনিয়নের সাধারণ মানুষকে সচেতন করার জন্য মাইকে প্রচারের পাশাপাশি মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন তরুণ এই আ.লীগ নেতা।
বুধবার (২৩ ডিসেম্বের) দুপুর থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত নিজস্ব উদ্যোগে ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের মাঝেরপাড়া, মিস্ত্রিপাড়া, সানাপাড়া, সরদার পাড়াসহ কয়েকটি এলাকা ঘুরে প্রায় তিন শতাধিক মাস্ক বিরতণ করেন। এসময় তিনি গ্রামের বিভিন্ন চায়ের দোকানে করোনা ভাইরাস সংক্রমন থেকে রক্ষা পেতে সচেতনতামুলক পরামর্শ দেন এবং সবসময় সাধারণ জনগননের মাঝে থাকতে পারে এ জন্য আশীর্বাদ কামনা করেন।
এরআগে জয়দেব ঘোষ নিজ উদ্যেগে গত ১৮ ডিসেম্বর বলাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত দুস্থ মানুষের মাঝে ৫শতাধিক কম্বল ও এক হাজার মাস্ক বিতরণ করেন।
মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ফয়জুর রহমান, স্থানীয় ব্যবসায়ী মো. শওকত আলী, মো. পিয়াল, বলাডাঙ্গা জামে মসজিদের ঈমাম আনসার আলী, গ্রামের বাসিন্দা ফিরোজা বেগম, পারুলসহ ওয়ার্ড আ.লীগের নেতা-কর্মিরা।
The post করোনা রোধে ঝাউডাঙ্গায় আ.লীগ নেতা জয়দেব ঘোষের মাস্ক বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/38zn5Tk
No comments:
Post a Comment