Thursday, December 24, 2020

কলারোয়ায় সাংবাদিক আরিফুলের পিতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: বাংলা অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্য’র সম্পাদক সাংবাদিক আরিফুল হক চৌধুরীর পিতা আজিজুল হক চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। নিজ নামে স্বমহিমায় উজ্জল বর্ণাঢ্য জীবনের অধিকারি এই ব্যক্তি তার জীবদ্দশায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য অকাতরে বহু সামাজিক উন্নয়নমূলক কাজ করে গেছেন।

 

 

সহযোগী মুক্তিযোদ্ধা বর্ষীয়ান এই রাজনিতিবিদ সাতক্ষীরার কলারোয়া পৌরসভার প্রতিষ্ঠাতা ও প্রথম প্রাশাসক। কলারোয়া সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও সরকারিকরণে সমন্বয়কারি, কলারোয়া বালিকা বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, কলারোয়া আলিয়া মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে তার অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে কলারোয়াবাসি। আধুনিক কলারোয়া গড়ার পিছনে যাদের অবদান তাদের মধ্যে অন্যতম আজিজুল হক চৌধুরী। মরহুমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। উল্লে¬খ্য: ২০১৪ সালের ২৫ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

The post কলারোয়ায় সাংবাদিক আরিফুলের পিতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2KyCQ5c

No comments:

Post a Comment