আগামি কলারোয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।
তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়।
শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঘোষিত প্রার্থী তালিকায় সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভার মেয়র পদে মনিরুজ্জামান বুলবুলকে মনোনয়ন দিয়েছে দলটি।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থানরত কলারোয়া উপজেলা আ.লীগের সহ.সভাপতি ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি।
মনিরুজ্জামান বুলবুল কলারোয়া উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার কয়লা হাইস্কুলের প্রধান শিক্ষক। তিনি গত কয়েক বছর ধরে কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি তুলশীডাঙ্গা পূর্ব ও বাজার এলাকা নিয়ে গঠিত পৌরসভার ২নং ওয়ার্ডের পরপর দুই বার পৌর কাউন্সিলর নির্বাচিত হন।
কলারোয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে এবারের মোট ভোটার সংখ্যা ২১,২৮০জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০,২৮৪ ও মহিলা ভোটার ১০,৯৯৬জন।
শনিবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত আ.লীগ ও বিএনপি’র ৬জন প্রার্থী মেয়র পদে কলারোয়া নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও কেউ জমা দেননি। আর এদিন পর্যন্ত ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৮জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
এদিকে, মনোয়ন পাওয়ার খবরে শনিবার রাত ৯টার দিকে পৌরসদরে আনন্দ মিছিল বের হয়। বাজার এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে আয়োজিত পথসভা অনুষ্ঠিত হয়। নৌকার প্রার্থী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল সহ পথসভায় বক্তব্য রাখেন ও মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না প্রমুখ।
উল্লেখ্য, তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট হবে। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি।
The post কলারোয়া পৌরসভা নির্বাচনে আ.লীগের নৌকার মনোনয়ন পেলেন বুলবুল appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3hhUZQL
No comments:
Post a Comment