অসুস্থ প্রাণি জবাই করে তার মাংস বিক্রির অভিযোগ হরহামেশাই শোনা যায়। মরা মুরগী, মরা গরু, মরা ছাগলসহ বিভিন্ন প্রজাতির প্রাণির মাংস বিক্রি করে অসাধূ ব্যবসায়ীরা ক্রেতাদের ঠকিয়ে থাকে। কেউ টের পেয়ে প্রতিবাদ করলে ব্যবস্থা নেওয়া হয়। আর টের না পেলে সেই মরা প্রাণির মাংস বিক্রি করা হয় ক্রেতাদের কাছে। যদিও বাজারে প্রাণি জাবাইয়ে নীতিমালা বা বিধি-বিধান রয়েছে। জবাইয়ের আগে প্রাণির স্বাস্থ্য পরীক্ষার নিয়মও রয়েছে। স্যানিটারি ইন্সপেক্টর স্বাস্থ্য পরীক্ষার ছাড়পত্র দিবেন তারপর এসব প্রাণি জবাই করতে পারবে ব্যবসায়ীরা।
এদিকে কালিগঞ্জে অসুস্থ খাওয়ার অনুপযোগী গরু জবাইয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দোকান কর্মচারি আব্দুল কাদের জিলানী (২৮) নামের এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর এলাকার শেখ লুৎফর রহমানের ছেলে। এসংক্রান্ত একটি খবর দৈনিক পত্রদূত পত্রিকায় শুক্রবার (২৫ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে।
থানা পুলিশের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, বৃহস্পতিবার ভোরে উপজেলার সদর ফুলতলা মোড়ে কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর এলাকার দেলোয়ার কসাইয়ের ছেলে লুৎফর কসাইয়ের দোকানে মরা গরু জবাই হচ্ছে এমন খবরের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, উপ-পরিদর্শক সেলিম রেজার নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দোকানে কর্মরত এলাকার শেখ গফ্ফারের ছেলে জাহাঙ্গীর আলম (৩২) ও বাবুর আলীর ছেলে লিটন হোসেন (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে দোকান কর্মচারি জিলানী আটক হয়। পরবর্তীতে উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম উপস্থিত হয়ে দোকান কর্মচারিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। আমরা মনে করি, নিয়মিত বাজার মনিটরিংয়ের অভাবে এধরণের ঘটনা ঘটছে। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের তদারকির অভাবও এজন্য দায়ী। তাই নিয়মিত বাজার মনিটরিং ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বাস্থ্য সুরক্ষায় আরও আন্তরিক হবেন- এ প্রত্যাশা আমাদের।
The post সম্পাদকীয়: প্রসঙ্গ: অসুস্থ প্রাণি জবাই appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3rqw4ip
No comments:
Post a Comment