বাংলাদেশ জাসদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় বাংলাদেশ জাসদ সাতক্ষীরার কার্যালয়ে সংগঠনের সভাপতি সরদার কাজেম আলীর সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেএসডি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড. মোসলেম, সাধারণ সম্পাদক সুধাংশ শেখর, মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মুনসুর রহমান, প্রগতিশীল সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গাজী শাহাজাহান সিরাজ, কবিতা পরিষদের সভাপতি মন্ময় মনির, পৌর বাংলাদেশ জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী নাছির, সাধারণ সম্পাদক আশরাফ সরদার, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, কলারোয়া উপজেলা বাংলাদেশ জাসদের সভাপতি সহিদুল ইসলাম, জেএসডি সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, ছাত্রলীগ-বিসিএল সাতক্ষীরার সভাপতি মোখলেছুর রহমান, যুবজোট নেতা নিজামউদ্দিন সরদার, শিবপুর ইউনিয়ন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক মোস্তাকিম, বৈকারী ইউনিয়ন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, নারী নেত্রী লাভলী পারভীন, জাসদ নেতা আব্দুল্লাহ সরদার সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল।
বক্তারা বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে প্রতীক পুরুষ ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক। তাঁর অর্জন কখনও সাতক্ষীরার মাটি থেকে মুছে ফেলা যাবে না। তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন খুবই সহনশীল। তাঁর সহনশীল আচারণ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। প্রেসবিজ্ঞপ্তি
The post সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের স্মরণে সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/39ICIdp
No comments:
Post a Comment