Saturday, December 5, 2020

ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টে সেমিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভিডিও https://ift.tt/eA8V8J

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: সাতক্ষীরার ঝাউডাঙ্গায় এ মজিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২-০ গোলে জয়লাভ করেছে ঝাউডাঙ্গা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
শনিবার বিকেলে স্থানীয় হাইস্কুল মাঠে এ মজিদ স্মৃতি সংসদ আয়োজিত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে কয়লা প্রগতি সংঘ বনাম মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফুটবল একাদশের মধ্যেকার খেলা শুরুর ১৫ মিনিটে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঝাউডাঙ্গা ফুটবল একাদশের ১২নং জার্সিধারী খেলোয়াড় জাকির একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।

বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলার ১০ মিনিটে ঝাউডাঙ্গার ১৫নং জার্সি পরিহিত খেলোয়াড় সাদ্দাম একটি গোল করে গোলের ব্যবধান বাড়ান।
নির্ধারিত সময়ের মধ্যে আর কোন গোল না হওয়ায় ২-০ গোলে জয়লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঝাউডাঙ্গা ফুটবল একাদশ।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন পিপুল খান। তাকে সহযোগিতা করেন মনিরুজ্জামান মনি ও মনিরুল ইসলাম।
ধারাভাষ্য প্রদান করেন খায়রুজ্জামান, ইকবাল হাসান ও রানা। খেলাটি সরাসরি দৈনিক পত্রদূত ফেসবুক লাইভে সম্প্রচার করা হয়।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেখ আব্দুল খালেক, সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মাস্টার আসমত আলী, মাস্টার ইসাহক সরদার, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পত্রদূত এর কেঁড়াগাছি প্রতিনিধি অহিদুজ্জামান খোকা, জাতীয় পার্টির নেতা ইফতেয়ার রহমান, ব্যাংক কর্মকর্তা কামরুজ্জামান, হাবিবুর রহমান রনি, প্রিমিয়ার ছাত্রসংঘের সভাপতি তৌহিদুজ্জামান ও তোতা মিয়া প্রমুখ।

https://ift.tt/3oqpJRN

 

The post ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টে সেমিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভিডিও appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39Fqen0

No comments:

Post a Comment