Tuesday, December 22, 2020

সড়ক দুর্ঘটনা https://ift.tt/eA8V8J

নাজমুল হাসান

সড়ক পথে দুর্ঘটনার
খবর এখন নিত্য,
মরছে মানুষ হরহামেশা
কেউ হচ্ছে রিক্ত।

কেউ বা আবার পঙ্গু হয়ে
কষ্ট বুকে বয়ে,
বেড়ায় তখন সারা জীবন
পরের বোঝা হয়ে।

সমাধানের পথটা যারাই
দেখতে যাবে খুঁজে,
তাঁরাই আছে নাক ডাকিয়ে
নিজের দু’চোখ বুজে।

The post সড়ক দুর্ঘটনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ro6vhS

No comments:

Post a Comment