Thursday, December 3, 2020

মাস্ক না পরায় ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ হাজার ৭শ’ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডুমুরিয়া ও চুকনগর বাজারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদ এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডা. সঞ্জিব দাসের পৃথক অভিযান পরিচালিত হয়। আদালত সংশ্লি¬ষ্ট সূত্রে জানা গেছে, সরকারি স্বাস্থ্য বিধি অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে মাস্ক পরাকে বাধ্যতামূলক করার অংশ হিসেবে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া ও চুকনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে মোট ২৫টি মামলায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন’২০১৮ এর ২৫(২) ধারায় ১৪ হাজার ৭শ’ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়। এছাড়া ৭০জন ব্যক্তিকে আটক করে পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে চলবেন-এরূপ অঙ্গীকারনামা নিয়ে তাদের মুক্তি প্রদান করা হয় এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মো. মনির হোসেন, ডুমুরিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ, বাজার কমিটির নেতৃবৃন্দ, এসময় উপস্থিত ছিলেন।

The post মাস্ক না পরায় ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lBD7kc

No comments:

Post a Comment