আব্দুল হালিম, বুড়িগোয়ালিনী (শ্যামনগর): শ্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে আট দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গোলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবলীগেরর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিকুর রহমানসহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খেলায় অংশগ্রহণ করেন নওয়াবেকি শওকতনগর ফুটবল একাদশ ও চ-িপুর ফুটবল একাদশ। খেলাটি পরিচালনা করেন নূরুল ইসলাম। উক্ত ফুটবল খেলাটি নির্ধারিত সময়ের মধ্যে কোন দলে গোল না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। শওকতনগর ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে আবাদ চন্ডীপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন প্রধান অতিথি।
The post বুড়িগোয়ালিনীতে আট দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/36zAATh
No comments:
Post a Comment