Tuesday, December 1, 2020

শ্যামনগরে জলবায়ু পরিষদের সরকারি কর্মকর্তাদের সাথে লবি মিটিং https://ift.tt/eA8V8J

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় মঙ্গলবার বিকালে প্রগতির হল রুমে জলবায়ু পরিষদ শ্যামনগরের আয়োজনে জলবায়ু প্রকল্প পরিদর্শন শেষে শ্যামনগর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সহিত লবি মিটিং এর আয়োজন করা হয়।

জলবায়ু পরিষদ শ্যামনগরের সভাপতি সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দিনের সভাপতিত্বে মিটিংয়ে অতিথির বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ড শ্যামনগরের প্রকেীশলী প্রকেীশলী মো. সাজ্জাদুর রহমান ও প্রকেীশলী মোছা. শাহনাজ পারভীন। মিটিং এ লবি পেপার উপস্থাপন করেন জলবায়ু পরিষদ সদস্য সাংবাদিক রনজিৎ বর্মন। সভায় শ্যামনগরের বেড়িবাঁধ পুন:নির্মাণসহ সংস্কারের ক্ষেত্রে কয়েকটি দাবী উত্থাপন করা হয়। উল্লেখ যোগ্য দাবী সমূহ হল বাঁধ নির্মাণ ও মেরামতে স্থানীয় সরকার ও স্থানীয় জনগণের মতামতে ভিত্তিতে অগ্রাধিকার তালিকা অনুযায়ী প্রকল্প আনয়ন, মতামতের সুযোগ প্রদান, বাঁধ স্থায়ীত্বশীলকরণে বৃহৎ পরিকল্পনা গ্রহণকরা, নদীর ¯্রােতের গতি পরিবর্তন সহ নদী ড্রেজিং করা প্রভৃতি।

মিটিংয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কাশিমাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান রওশনয়ারা বিথী, পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তা তুষার কান্তি বর্মন, সিরাজুল ইসলাম, জলবায়ু পরিষদ সদস্য সুপর্ণা কর্মকার, সিএসআরএল ফিল্ড কর্মকর্তা পিযুজ বাউয়ালিয়া, ভলেন্টিয়ার শেখ কামরুজ্জামান, বেল্লাল, প্রগতির কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

The post শ্যামনগরে জলবায়ু পরিষদের সরকারি কর্মকর্তাদের সাথে লবি মিটিং appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3oh6gmH

No comments:

Post a Comment