Tuesday, December 1, 2020

করোনার দুর্ভোগ দুর করতে ২৭৪ পরিবারকে ন্যাজারীন মিশনের খাদ্য প্রদান https://ift.tt/eA8V8J

তালা প্রতিনিধি: করোনা প্রাদূর্ভাবের কারনে দরিদ্র ও হতদরিদ্র পরিবারগুলোর দূর্ভোগ রোধে তালা উপজেলা সহ সাতক্ষীরার ৩টি উপজেলার ২৭৪ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

বাংলাদেশ ন্যাজারীন মিশনের উদ্যোগে, মিশনের সিডিসি প্রকল্পের আওতায় উপকারভোগী দরিদ্র পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, লবন ও তৈলসহ সাবান বিতরণ করা হয়। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে তালার কানাইদিয়া সিডিসি মিশন সেন্টারে উপস্থিত ছিলেন নরেশ মন্ডল, উত্তম দাশ, সাধন দাশ, বাসুদেব প্রমুখ।

The post করোনার দুর্ভোগ দুর করতে ২৭৪ পরিবারকে ন্যাজারীন মিশনের খাদ্য প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Jwfuw8

No comments:

Post a Comment