Sunday, December 27, 2020

সাতক্ষীরায় স্বাস্থ্যখাতের অনিয়মের প্রতিবাদে বঙ্গবন্ধু মুর‌্যাল চত্ত্বরে পথসভা https://ift.tt/eA8V8J

স্বাস্থ্য বীমা চালু কর, অবৈধ ক্লিনিক বন্ধ কর’-এই শ্লোগানকে সামনে রেখে স্বাস্থ্যখাতের অনিয়মের প্রতিবাদে পথসভা সাতক্ষীরার খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু মুর‌্যাল চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক ডা. মো. মুনসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাসদ জেলা শাখার সমন্বয়ক এড. খগেনন্দ্রনাথ ঘোষ, বাংলাদেশ জাসদ পৌর শাখার সাধারণ সম্পাদক আশরাফ সরদার, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন, ৯নং পৌর ওয়ার্ড আওয়াগী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন প্রমূখ।

এ সময় সুজন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সুভাষ সরকার, প্রগতিশীল সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গাজী শাহাজাহান সিরাজ, বাংলাদেশ জাসদ নেতা আব্দুল্লাহ সরদার, দৈনিক খবর বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি মিহিরুজ্জামান বাবু, শাবুদ আলী, শাহ জামাল, নুর মোহাম্মাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জেলা স্বাস্থ্য বিভাগের অনিয়মে রোগীদের সেবা স্থবির হয়ে পড়েছে। রোগীরা সরকারি-বেসরকারি ক্লিনিক হসপিটালে গিয়েও পাচ্ছেনা না ঠিকমতো কাঙ্খিত সেবা। অথচ ঐ প্রতিষ্ঠানগুলো সেবা দেওয়ার নামে তাদের কাছ থেকে টাকা লুটে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। সরকারি হসপিটালে ডাক্তাররা রোগীর চিকিৎিসার নামে করছে হয়রানি।

এমনকি ডাক্তার সাহবে ১ ঘন্টার মধ্যে প্রায় ৫০-৬০ জন রোগী দেখে প্রাইভটে ক্লিনিকে প্রাইটেস্ করতে যান। এই সময়রে মধ্যে ঔষধ কোম্পানীর প্রমোশনাল দালালরা ঐ ডাক্তারদের প্রাইভটে চেম্বারে ঘনঘন প্রবশে করনে এবং বিভিন্ন প্রকারের বিভিন্œ কোম্পানীর ঔষধ প্রেসক্রিপশনে লেখার জন্য ঐ দালালরা উপটোকন প্রদান করেন।

এছাড়াও সাতক্ষীরা জেলার প্রায় ৫৭টি বেসরকারি ক্লিনিক হসপিটাল ও ৬৬টি ডায়াগনিষ্টিক সেন্টার কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করছেন। ঐ প্রতিষ্ঠানগুলো চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

প্রেস বিজ্ঞপ্তি

The post সাতক্ষীরায় স্বাস্থ্যখাতের অনিয়মের প্রতিবাদে বঙ্গবন্ধু মুর‌্যাল চত্ত্বরে পথসভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3hmuQjC

No comments:

Post a Comment