Sunday, December 27, 2020

কালিগঞ্জে ঢাকাগামী পরিবহন থেকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক https://ift.tt/eA8V8J

কালিগঞ্জে ঢাকাগামী পরিবহন থেকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ নাজিমুদ্দিন ওরফে রাসেল (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক রাসেল শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল বারীর ছেলে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন জানান, ২৭ ডিসেম্বর (রবিবার) সকাল সাড়ে ৮টার দিকে শ্যামনগর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এসডি সুমন পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-৬৪০৮) ভাড়াশিমলার হিজলা মোড় নামক স্থানে পৌছালে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালায় পুলিশ।

এসময় ৪৮ বোতল ফেন্সিডিলসহ রাসেলকে আটক করা হয়। মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত এসডি সুমন পরিবহনের বাসটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

বিশেষ প্রতিনিধি:

The post কালিগঞ্জে ঢাকাগামী পরিবহন থেকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aLivEk

No comments:

Post a Comment